বালতি সিদ্দিকীয়া আমিনিয়া মাদ্রাসা ও এতিমখানায় আপনাকে স্বাগতম।।
আসসালামু
আলাইকুম,
বালতি সিদ্দিকীয়া
আমিনিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠিত
হয় ২০১৮ সালে। | সম্পাদক আলাহাজ মোঃ ইদ্রিস আলি মণ্ডল ( ২০১৮ সাল
থেকে বর্তমান সময় পযন্ত ) |
সমস্ত
প্রশংসা সেই সর্ব শক্তিমান আল্লাহ পাকের যিনি আমাদের ইসলাম নামক দৌলত দান করেছেন।
নীল আকাশের নীচে, শহর থেকে
অনেক দূরে আকেবারেই সীমান্তবর্তী এলাকাই সুন্দর মনোরম প্রাকৃতিক সবুজ পরিবেশের
মধ্যে আমাদের এই প্রিয় দ্বীনি প্রতিষ্ঠান, “বালতি সিদ্দিকীয়া আমিনিয়া
মাদ্রাসা ও এতিমখানা” বিশ্ব মানবতার চিরশান্তি ও কল্যানের উদ্দেশ্যে এলাকার কতিপয়
ধর্মপ্রাণ মানুষ একত্রিত হয়ে ছোট্ট একটি বীজ রোপন করেছিল বালতি সরদার পাড়ার জমিনে, তা আজ
বিভিন্ন বাধা-বিপত্তি, ঘাত-প্রতিঘাত
এবং প্রতিকুলতার মধ্য দিয়ে আল্লাহপাকের অশেষ করুণা আজ এ মাদ্রাসা বিস্তীর্ণ এলাকা জুড়ে সুনাম অর্জন
করেছে। আমাদের মাদ্রাসার বিশেষ কিছু বৈশিষ্ঠ্য হল এই মাদ্রাসা তার ছাত্র স্বচ্ছ
ইসলামী বৈশিষ্ঠ্য সুন্নাতি আদব-কায়দায় আলোকে গড়েছেন ৷
দুইজন
আল্লাহ প্রেমিকের নামে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা ৬ জন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়ে এক
শতাধিকেরও বেশি ছাত্রদের নিয়ে শিক্ষা প্রদান করে চলছে। এ দ্বীনি খেদমত আল্লাহর
রহমতে ও এলাকাবাসী এবং দূরবর্তী মানুষদের
সম্পূর্ণ দানের উপর এই প্রতিষ্ঠান চলে আসছে। ২৮ ও ২৯শে
অগ্রহায়ন বাৎসরিক ঈসালে সওয়াব, নবী দিবস, স্বাধীনতা দিবস , অভিভাবক সম্মেলন, ছাত্রদের
প্রতিভাবান করতে আঞ্জুমান সহ প্রভৃতি ইসলামিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিন দিন
মাদ্রাসার গৌরব চারিদিকে ছড়িয়ে পড়ছে।
সকল
ধর্মপ্রাণ শুভবুদ্ধি, শিক্ষানুরাগী
ও বুদ্ধিজীবি মানুষদের কাছে আমাদের আবেদন সকল অপচেষ্টাকে প্রতিহত করে মাদ্রাসার
ঐতিহ্য ও সম্মানকে অক্ষুন্ন রেখে উন্নায়নের ধারাকে অব্যাহত রাখুন। পরিশেষে
মাদ্রাসার সার্বিক উন্নয়নে অভিভাবক, শুভানুধ্যায়ী, মাদ্রাসা দরদী ও ছাত্র দরদী সকলের কাছে
সক্রিয় সহযোগিতা, সহানুভূতি, সুপরামর্শ ও সুচিন্তিত অভিমত এবং সকল
প্রকার দান ও সাহায্য প্রার্থণা করছি।