বালতি সিদ্দিকীয়া আমিনিয়া মাদ্রাসা ও এতিমখানায় আপনাকে স্বাগতম।।

    আসসালামু আলাইকুম,
    বালতি সিদ্দিকীয়া আমিনিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠিত হয় ২০১৮ সালে |  সম্পাদক আলাহাজ মোঃ ইদ্রিস আলি মণ্ডল  ( ২০১৮ সাল থেকে বর্তমান সময় পযন্ত ) |
    সমস্ত প্রশংসা সেই সর্ব শক্তিমান আল্লাহ পাকের যিনি আমাদের ইসলাম নামক দৌলত দান করেছেন। নীল আকাশের নীচে, শহর থেকে অনেক দূরে আকেবারেই সীমান্তবর্তী এলাকাই সুন্দর মনোরম প্রাকৃতিক সবুজ পরিবেশের মধ্যে আমাদের এই প্রিয় দ্বীনি প্রতিষ্ঠান, “বালতি সিদ্দিকীয়া আমিনিয়া মাদ্রাসা ও এতিমখানা” বিশ্ব মানবতার চিরশান্তি ও কল্যানের উদ্দেশ্যে এলাকার কতিপয় ধর্মপ্রাণ মানুষ একত্রিত হয়ে ছোট্ট একটি বীজ রোপন করেছিল বালতি সরদার পাড়ার জমিনে, তা আজ বিভিন্ন বাধা-বিপত্তি, ঘাত-প্রতিঘাত এবং প্রতিকুলতার মধ্য দিয়ে আল্লাহপাকের অশেষ করুণা  আজ এ মাদ্রাসা বিস্তীর্ণ এলাকা জুড়ে সুনাম অর্জন করেছে। আমাদের মাদ্রাসার বিশেষ কিছু বৈশিষ্ঠ্য হল এই মাদ্রাসা তার ছাত্র স্বচ্ছ ইসলামী বৈশিষ্ঠ্য সুন্নাতি আদব-কায়দায় আলোকে গড়েছেন ৷
    দুইজন আল্লাহ প্রেমিকের নামে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা ৬ জন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়ে এক শতাধিকেরও বেশি ছাত্রদের নিয়ে শিক্ষা প্রদান করে চলছে এ দ্বীনি খেদমত আল্লাহর রহমতে ও এলাকাবাসী এবং দূরবর্তী মানুষদের সম্পূর্ণ দানের উপর এই প্রতিষ্ঠান চলে আসছে। ২৮ ও ২৯শে অগ্রহায়ন বাৎসরিক ঈসালে সওয়াব, নবী দিবস, স্বাধীনতা দিবস , অভিভাবক সম্মেলন, ছাত্রদের প্রতিভাবান করতে আঞ্জুমান সহ প্রভৃতি ইসলামিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিন দিন মাদ্রাসার গৌরব চারিদিকে ছড়িয়ে পড়ছে।
    সকল ধর্মপ্রাণ শুভবুদ্ধি, শিক্ষানুরাগী ও বুদ্ধিজীবি মানুষদের কাছে আমাদের আবেদন সকল অপচেষ্টাকে প্রতিহত করে মাদ্রাসার ঐতিহ্য ও সম্মানকে অক্ষুন্ন রেখে উন্নায়নের ধারাকে অব্যাহত রাখুন। পরিশেষে মাদ্রাসার সার্বিক উন্নয়নে অভিভাবক, শুভানুধ্যায়ী, মাদ্রাসা দরদী ও ছাত্র দরদী সকলের কাছে সক্রিয় সহযোগিতা, সহানুভূতি, সুপরামর্শ ও সুচিন্তিত অভিমত এবং সকল প্রকার দান ও সাহায্য প্রার্থণা করছি।

    Read More

From Secretary’s Desk

  আলাহাজ

  ইদ্রিস আলি মণ্ডল 

     গ্রাম + পোস্ট - বালতি

     থানা - স্বারুপনগর

     জেলা - উত্তর ২৪ পরগনা 

     ফোন - ৯৭৩২৬১৯২২২

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু ‘আলা রাসূলিহিল কারিম,

শিক্ষার গুরুত্ব ও মর্যাদা সর্বজনীন ও সর্বকালীন। কোনো দেশ, সমাজ কিংবা রাষ্ট্রের উন্নয়ন নির্ভর করে শিক্ষার উপর। ইসলামেও শিক্ষা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষার এই মহান গুরুত্ব উপলব্ধি করেই এলাকার কিছু শিক্ষা-অনুরাগী মানুষের সাহায্য ও সহানুভূতিতে গড়ে ওঠে এমন এক প্রতিষ্ঠান, যা সেকাল ও একালের মানুষের হৃদয়জয়ী এবং সর্বকালের স্মরণীয় ও বরণীয় দুই আল্লাহপ্রেমিক—মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা (রহ.) এবং তাঁর খলিফা আল্লামা রুহুল আমীন (রহ.)–এর স্মৃতিবিজড়িত।

ইংরেজি ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা আজ তাঁদেরই স্মৃতি বহন করে এগিয়ে চলেছে। বিগত কয়েক বছর ধরে বাংলার উদারপ্রাণ মানুষের সহযোগিতা, এবং ব্যক্তি জীবনের নানা বাঁধা-বিপত্তিকে উপেক্ষা করে, কেবল প্রখ্যাত পীর-অলীদের রুহানী দোয়ার ভরসায় আমরা এই স্মৃতিসৌধের প্রাঙ্গণে সময় ও শ্রম দিয়ে যাচ্ছি।

বর্তমানে মাদ্রাসায় পরিচালিত হচ্ছে নূরানি, নাজেরা, হিফজ ও হিফজ রিভিশন বিভাগসহ আবাসিক পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম। ছাত্র-শিক্ষকের সংখ্যা ক্রমবর্ধমান। মাদ্রাসার বাৎসরিক ব্যয় প্রায় ২৫ লক্ষ টাকার মতো।

আপনাদের দোয়া ও সহযোগিতায় ইতিমধ্যেই নির্মিত হয়েছে আধুনিক মানের নয়নাভিরাম বিল্ডিং, পর্যাপ্ত টয়লেট, এবং প্রশস্ত ওজুখানা।

সে কারণে দেশের সর্বস্তরের নাগরিক, ছাত্র-অভিভাবক, শিক্ষানুরাগী ও সচেতন মহলের প্রতি আমাদের আন্তরিক আহ্বান—এই কল্যাণমূলক কাজে সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে রাসুলুল্লাহ (সা.) এবং তাঁর প্রিয় অলীদের প্রকৃত অনুসারী হিসেবে কবুল করে নেন এবং কিয়ামতের ময়দানে তাঁদেরই সান্নিধ্যে স্থান দান করেন—আমীন।

বিনীত খাদেম

মোহা. ইদ্রিস আলী

সেক্রেটারি – বালতি সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা ও এতিমখানা

ডিরেক্টর

মাওঃ মোঃ আব্দুল মহিত সানা, গ্রাম + পোষ্ট - নির্মাণ, থানা - স্বরুপনগর, জেলা - উত্তর ২৪ পরগনা, পিন - ৭৪৩২৮৬, ফোন - ৮০০১০৬৩১৯৯,

সভাপতি

আলহাজ্ব হাফেজ মাওঃ মোঃ ইয়াকুব আলি মণ্ডল, গ্রাম + পোষ্ট - বালতি, থানা - স্বরুপনগর, জেলা - উত্তর ২৪ পরগনা, পিন - ৭৪৩২৭৩, ফোন - ৮২৫০০২০১৯৯,

ক্যাশিয়ার

আব্দুস সালাম সরদার, গ্রাম+পোস্ট - বালতি থানা - স্বরূপনগর জেলা - উত্তর ২৪ পরগনা, পিন - ৭৪৩২৭৩, ফোন - ৮৩৪৮৪৪৭৪৯৯

প্রধান শিক্ষক

হাঃ মেহেদী মাসুদ মণ্ডল গ্রাম+পোস্ট - বালতি থানা - স্বরূপনগর জেলা - উত্তর ২৪ পরগনা, পিন - ৭৪৩২৭৩, ফোন - ৭৪৩০৮০৯৭৪৭

Student Details


  • Total Student

    110

  • Boys

    110

  • Total Teacher's

    5

আপনি কি বাৎসরিক সদস্য হতে চাইছেন?